চট্টগ্রামের সন্দ্বীপে প্রায় দুই বছর পর আবারও টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য বিতরণ শুরু হয়েছে

চট্টগ্রামের সন্দ্বীপে প্রায় দুই বছর পর আবারও টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য বিতরণ শুরু হয়েছে। এবার স্মার্ট কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষদের মাঝে এই পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়।
শনিবার (৩ মে) বেলা ১১টায় সন্দ্বীপ পৌরসভা অফিস চত্বরে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিগ্যান চাকমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মাইফুল ইসলাম ও উপজেলা প্রকৌশলী আবদুল আলীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনউদ্দীন এবং টিসিবি ডিলার এমকে সফ আসাদউদ্দীন সাজ্জাদ প্রমুখ।
উপজেলার মোট ৩,৯১৮ জন স্মার্ট কার্ডধারী এই সুবিধা পাবেন। এর মধ্যে প্রথমদিন পৌরসভায় পণ্য পান ৫৩৭ জন। ইউনিয়নভিত্তিক পণ্যপ্রাপ্তির সংখ্যা নিম্নরূপ: রহমতপুর ২৪০, কালাপানিয়া ২৭১, মগধরা ১৭৯, বাউরিয়া ১৬৫, সারিকাইত ৩৮২, দীর্ঘাপাড় ৪১, হারামিয়া ১৭৯, মুছাপুর ৬১০, সন্তোষপুর ৩৫৯, গাছুয়া ২৩০, মাইটভাঙা ৪৫১, উড়িরচর ৪১ এবং আজিমপুর ২৩৪ জন।
প্রত্যেক কার্ডধারী ৫৪০ টাকায় ২ লিটার ভোজ্যতেল, ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি ক্রয় করতে পারবেন।