চুনারঘাট পুলিশের বিশেষ অভিযানে চুনারুঘাট থানার (ওসি)  নুরুল আলমের নির্দেশে এ এস.আই সালাউদ্দিনের নেতৃত্বে  পুলিশ  ঢাকা থেকে কাজল কে গ্রেফতার করে।  

জানা যায়,কাজল  বহু মামলার আসামি  কাজল প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে  আত্মগোপনে  ছিল। চুনারুঘাট থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল( ২০/৪/২৫ইং) তথ্য প্রযুক্তির সহায়তায়  RAB -1 উত্তরা কে সাথে নিয়ে  হামিম গার্মেন্টস  এলাকায়  অভিযান চালিয়ে সন্ধ্যা( ৬) ছয়টায় তাকে গ্রেপ্তার করে। কাজল মিয়া চুনারুঘাট থানার ১০ নং ইউপির একডালা গ্রামের কনা মিয়ার পুত্র। 

কাজল তাঁর ডাকাত দল নিয়ে বহুদিন যাবৎ ডাকাতি ও অপরাধ কর্মকান্ড করে আসছে।  কাজল অসংখ্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামী, সে  বিয়ানীবাজার থানার জি আর মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। 

চুনারুঘাট থানার বিচক্ষণ পুলিশ অফিসার নুরুল আলমের চেষ্টায় এস.আই সালাউদ্দিন পুলিশ ফোর্স   তাঁকে গ্রেপ্তার করে সাহসীকতার পরিচয় দেন।  তাকে গ্রেফতার করায় এলাকায় সস্তি ফিরে। চুনারঘাট  থানা,র অফিসার্ইস ইনচার্জ চুনারুঘাট বলেন, অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।