গত ২৪ ঘণ্টায় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে মোট ১৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের বিবৃতিতে জানানো হয়, বিশেষ এ অভিযানে ৩৪৩ জনকে এবং অন্যান্য নিয়মিত অভিযান ও মামলার ভিত্তিতে আরও ১১৭৮ জনকে আটক করা হয়েছে।

এ সময়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ছয়টি শটগান কার্তুজ, ১০টি ককটেল এবং ডজনখানেক দেশি ধারালো অস্ত্র।

এর আগে, গত শনিবার সন্ধ্যা থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের প্রথম দিনে, রোববার দুপুর পর্যন্ত, ১৩০৮ জনকে আটক করা হয়েছিল।