২৪ ঘণ্টার মধ্যে সুজন হত্যার প্রধান ঘাতক শাওন গ্রেফতার: উত্তরা থেকে কসবা থানা পুলিশের সফল অভিযান।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার জাজিসার গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে চাচাতো ভাই সুজন ফকিরকে ছুরিকাঘাত করে হত্যা করে পলাতক ঘাতক শাওন ফকির। ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই কসবা থানা পুলিশের সাফল্যপূর্ণ অভিযানে ঢাকা উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গত ১ মে সকাল ১০টার দিকে পারিবারিক জমিতে ধান শুকানোকে কেন্দ্র করে শাওন ও সুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাওন তার আপন চাচাতো ভাই মোঃ সুজন ফকিরের বুকের মাঝখানে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই সুজনের মৃত্যু হয়, আর ঘটনার পরপরই শাওন পালিয়ে যায়।
ঘটনার পর কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল কাদেরের নির্দেশনায় ও তদন্ত ওসি রিপন দাসের তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশগ্রহণ করেন এসআই ফারুক হোসেন, এসআই সোহেল সিকদার, ও এসআই কামালসহ অন্যান্য পুলিশ সদস্যরা। অভিযান চালিয়ে ২ মে সকাল ১১টা ৩০ মিনিটে ঢাকা উত্তরার একটি এলাকায় অভিযান চালিয়ে শাওন ফকিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর তাকে কসবা থানায় আনা হয়েছে।
কসবা থানার ওসি মোঃ আব্দুল কাদের জানান, “অপরাধ করে কেউ পার পাবে না। আমরা দ্রুততম সময়ে আসামিকে গ্রেফতার করে আইনের আওতায় এনেছি।”
এ ঘটনার মাধ্যমে আবারও প্রমাণিত হলো, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ অপরাধ দমনে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।