আজ ১৬ই ফেব্রুয়ারি রোজ রবিবার ২০২৫ ইং তারিখ ৫৮ তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে এস্তেমা সমাপ্ত হলো। লক্ষ লক্ষ মুসল্লিদের আমীন,আমীন ধ্বনিতে ময়দানের চারপাশ ও রাস্তাঘাট প্রকম্পিত ছিল। দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের আমির মাওলানা সাদ সাহেবের সন্তান মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। দুপুর ১২ঃ৩০ থেকে শুরু করে দুপুর ১.১০ মিনিট পর্যন্ত দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া করা হয় পাশাপাশি যারা আজকের টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান থেকে দেশের বিভিন্ন স্থানে চিল্লায় বের হবেন তাদের জন্য হেদায়েতি কথা বলা হয়। মোনাজাতের সময় মুসল্লিদের আবেগ আপ্লুত হওয়ার দৃশ্য দেখা যায়। ইসলাম এবং মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয় এতে সকল মুসল্লী আমিন আমিন বলেন। ইজতেমা উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেন তাছাড়া সরকারের অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার কাজে নিয়োজিত ছিল। 

উল্লেখ্য মাওলানা সাদ সাহেবের অনুসারীদের শর্তসাপেক্ষে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে এস্তেমা করার সুযোগ দেওয়া হয়েছে। অন্তবর্তী কালীন সরকারের ধর্ম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে শর্ত আরোপ করে। পরবর্তীতে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা সাদ সাহেবের অনুসারীরা আর এস্তেমা করতে পারবে না।