ছাত্রাবাস সংস্কার, শ্রেণিকক্ষের সংকট নিরসন, পরিবহন সংকটসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ করছেন রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা 

সোমবার (১৯ মে) সকাল ১১ টায় কলেজের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক  সংগঠন সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামানে একত্রিত হতে থাকে এবং পরবর্তীতে  মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করার উদ্দ্যেশে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। সেখানে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং ছাত্রদের পক্ষ থেকে ১১ জন প্রতিনিধি ডিসির সাথে সরাসরি কথা বলেন। 

এই সময় শিক্ষার্থীরা জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করে স্লোগান দিতে থাকে 

ছাত্র প্রতিনিধির পক্ষ থেকে এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম জানান ছাত্রদের ৭ দফা দাবির মধ্যে প্রথম যে দাবি ছাত্রাবাস সংস্কার, এই সংস্কার নিয়ে কথা বলা হয়েছে। তারা আমাদের আশ্বস্ত করেছেন  আগামী ৪ থেকে  ৫ মাসের মধ্যে কলেজের একমাত্র ছাত্রবাস ছাত্রাবাস সংস্কার ও ছাত্রাবাসের জায়গা দখলমুক্ত এবং দ্বিত্বীয় দাবি পরিবহন ব্যবস্থা নিয়ে কলেজ প্রশাসনের সাথে কথা বলে দ্রুত সময়ের মধ্যে সমাধান করবে বলে আশ্বস্ত করেন। 

শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি 
শ্রেণিকক্ষ সংকট, শিক্ষক সংকট নিরসন, 


দাবিগুলো নিয়ে  সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান।