আজ ০৬ আগষ্ট ২০২৫ (বুধবার) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এর ভিতরের প্রাচীর সীমানায় মিললো অজ্ঞাতনামা এক বৃদ্ধা নারীর লাশ। এ উদ্ধার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর ঘটনাটি ঘিরে রহস্য দানা বাঁধছে।

জানা যায়, গত ২ আগস্ট ২০২৫ শনিবার রাত আনুমানিক ৮টার সময় কে বা কাহারা অজ্ঞাত পরিচয়হীন অসুস্থ এক বৃদ্ধা মহিলাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’এ ভর্তি করে দেয়। আনুমানিক তার বয়স ৬৫ বছর।

হাসপাতাল সূত্রে জানা যায় তাকে মিরপুর হাইওয়ে রোড সংলগ্ন সাবেক এমপি কামারুল আরেফিনের বাড়ীর পাশের একটি ময়লার স্তূপের মধ্যে পড়ে থাকতে দেখে কে বা কাহারা অসুস্থ মহিলাটিকে হাসপাতালে নিয়ে আসে এবং ভর্তি করে দেয়। বৃদ্ধাটির পরিচয়, নাম বা ঠিকানা জানা যায়নি। তার কোনো আত্মীয়স্বজন বা পরিচিত কেউ হাসপাতালে আসেনি। ফলে পুরো সময়ই তাকে নিঃসঙ্গ অবস্থায় চিকিৎসা নিতে হয়েছে।

পরবর্তীতে হাসপাতালের পশ্চিম পাশে প্রাচীরের সঙ্গে পানির মধ্যে ওই বৃদ্ধা নারীর নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে, মিরপুর থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরগে পাঠায় ।

প্রত্যক্ষদর্শীরা বলেন এটা স্বাভাবিক মৃত্যু নয়, মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন ছিল। লাশের পাশে পড়ে থাকতে দেখা যায় ১টি হাত গ্লোবস ও ১টি চশমা, কিন্তু কোনটিই বৃদ্ধা নারীর নয় বলে জানা গেছে।

হাসপাতাল কর্তপক্ষের কাছে সিসি টিভির ফুটেজ যাচাই করতে করতে চাইলে জানা যায়, গত চার মাসের কোন ফুটেজই সংরক্ষিত নেই। কেন ফুটেজ নেই? তা নিয়েও প্রশ্ন উঠেছে এবং নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি নিয়েও সমালোচনা চলছে।

স্থানীয়দের মতে, একটি অসহায় নারী যিনি হাসপাতালে নিরাপত্তা বেষ্টনির মধ্যেও নিরাপদ না, তার এমন মৃত্যু গভীর উদ্বেগের বিষয়। তারা দ্রুত এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান।

হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিষয়টি পুলিশকে অবহিত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ ও রহস্য উদঘাটনে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।