আজ ০৬ আগষ্ট ২০২৫ (বুধবার) কুষ্টিয়া জেলার সদর উপজেলার খাজানগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সিয়াম (১৭) নামের এক কিশোর আত্মহত্যা করেছে।

সূত্রে জানাযায় ৬ মাস আগে কুষ্টিয়ার খাজানগরের দেরপাড়ার সাইদুলের ছেলে সিয়াম প্রেম করে বিয়ে করেছিল একই এলাকার হান্নানের মেয়ে সুমাইয়াকে।! ছেলের পরিবার বিয়েটা মেনে নিলেও এই বিয়ে মানতে পারিনি সুমাইয়ার বাবা হান্নান। পারিবারিক অসম্মতি ও সম্পর্কের টানাপোড়েনে সম্প্রতি তাদের বিচ্ছেদ ঘটে। তিন দিন আগে মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে দেয়। গতকাল ডিভোর্স’র কাগজের বিষয়ে নিশ্চিত হয় সিয়াম ও তার পরিবার। বিবাহ বিচ্ছেদটা মানতে পারেনি সিয়াম, যে কারণে বিচ্ছেদের একদিন পরই  আত্মহত্যা করে। আজ বুধবার সকাল আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজশাজী থেকে ঢাকাগামী মধুমতি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের নীচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানাকে অবগত করলে পোড়াদহ রেলওয়ে থানার পুলিশ অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনাস্থলে যান এবং বিষয়টি নিশ্চিত করেন।