মেহেরপুর জেলার গাংনী উপজেলায় শুরু হতে যাচ্ছে জাতীয় ফল মেলা–২০২৫। আগামী ২২ জুন থেকে ২৪ জুন ২০২৫ পর্যন্ত গাংনী উপজেলা পরিষদ চত্বরে এই তিন দিনব্যাপী ফল মেলার আয়োজন করা হয়েছে।
মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২২ জুন সকাল ৯টা। এতে সভাপতিত্ব করবেন গাংনী উপজেলা কৃষি অফিসার এবং উপস্থিত থাকবেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জাতীয়ভাবে এ বছর দেশের ৬৪টি জেলা ও ৪৩১টি উপজেলায় একযোগে ফল মেলার আয়োজন করা হচ্ছে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে শুরু হয়েছে প্রধান মেলা, যেখানে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ অংশ নিচ্ছে। প্রতিটি মেলায় ফল চাষের আধুনিক পদ্ধতি, নিরাপদ ফল উৎপাদন, পুষ্টি সচেতনতা ও দেশীয় ফলের প্রচার-প্রচারণার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
গাংনী উপজেলায় আয়োজিত এই ফল মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় ও মৌসুমি ফল প্রদর্শনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি কৃষকদের জন্য ফল চাষে আধুনিক প্রযুক্তি, গাছের পরিচর্যা এবং পুষ্টিগুণ সম্পর্কেও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
মেলা সকলের জন্য উন্মুক্ত এবং আগ্রহী কৃষক, শিক্ষার্থী ও সাধারণ জনগণকে মেলায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
আমন্ত্রণে: উপজেলা কৃষি অফিসার, গাংনী, মেহেরপুর।