ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে শার্শা উপজেলা, বেনাপোল পৌর বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন পৃথকভাবে বিজয় র‌্যালি ও পথসভা করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় শার্শার নাভারণ বাজার থেকে শার্শা উপজেলা বিএনপির বিজয় র‌্যালি শুরু হয়ে বাজার প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা মোড়ে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।

র‌্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন শার্শার সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন ও আব্দুল মজিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সম্পাদক মো. তাজ উদ্দিন, মো. কুদ্দুস আলী বিশ্বাস, প্রভাষক মামুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আশরাফুল আলম বাবু, মো. সালাউদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক তানজির ইসলাম খান কনি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ মন্টু প্রমুখ। র‌্যালিতে আরও অংশগ্রহণ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদ, আব্দুর রশিদ, সাইফুল ইসলাম পিন্টু, জিয়াউর রহমান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন,সদস্য সচিব মো. সেলিম হোসেন আশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন।

অন্যদিকে, একই দিন বেনাপোল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ সম্মিলিতভাবে বিজয় র‌্যালি করে। র‌্যালিতে নেতৃত্ব দেন বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের ভারত।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি মো. শাহাবুদ্দিন, নাসিমুল গণি বল্টু, একেএম আতিকুজ্জামান সনি, ইদ্রিস মালিক, কাজী শাহাজান সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক আলহাজ্ব  মেহেরুল্লাহ, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রেজা, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জুয়েল রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ সেক্টর। এছাড়া উপস্থিত ছিলেন বড় আঁচড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক।

আরও উপস্থিত ছিলেন,  পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দিপু, কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ইমাম হাসান, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক সাহেদ আলী সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব মো. ওমর ফারুক, ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও সদস্য সচিব ইশতিয়াক আহমেদ শাওন প্রমুখ।

দিবসটি উপলক্ষে নেতারা বলেন, 'গণঅভ্যুত্থানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ভূমিকা আজ ইতিহাসে গর্বের স্থান করে নিয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।