সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫ই আগস্ট 'জুলাই অভ্যুত্থান' দিবসের বর্ষপূর্তি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ আগস্ট) বিকেলে জৈন্তাপুর উপজেলা সদরে এই মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
গণমিছিলে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন—
সিনিয়র সহ-সভাপতি মাওঃ আব্দুল মালিক, সহ-সভাপতি মাওঃ হারুন বিন মুফতি ইউসুফ, সেক্রেটারি মাওঃ আব্দুস সালাম, জয়েন্ট সেক্রেটারি মাওঃ ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওঃ সেলিম আহমদ।
এছাড়াও ইসলামী যুব আন্দোলনের উপজেলা সভাপতি হাঃ আব্দুল ওয়াহিদ, সেক্রেটারি জামিল বিন মুজাফফর, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি দেলওয়ার হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি জাবির আহমদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, “জুলাই অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অনন্য ঘটনা, যার মাধ্যমে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার আন্দোলন বেগবান হয়।