জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার বিকাল ৪টায় জৈনসার জনকল্যাণ সংসদের উদ্যোগে এক দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুরুতেই গণঅভ্যুত্থান দিবসের শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জৈনসার জনকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষার।
জনকল্যাণ সংসদের সাংগঠনিক সম্পাদক এম. সালাহউদ্দিন ও শিক্ষক এসএম ওয়াসিমের সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন সংসদের উপদেষ্টা জয়নাল আবেদীন, দেলোয়ার হোসেন, মাহবুব আলম, অফিস সম্পাদক সারোয়ার হোসেন শোভন, ক্রীড়া সম্পাদক সজীব তালুকদার, প্রচার সম্পাদক দ্বীন ইসলাম রুপন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ। মোনাজাতে জুলাই- আগষ্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দেশের শান্তি, সমৃদ্ধি ও পরিবেশ রক্ষায় সকলের সচেতনতা বৃদ্ধির জন্য প্রার্থনা করা হয়।
দোয়া মাহফিল শেষে জৈনসার এলাকায় বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। বিশেষকরে সরকারি ও সামাজিক বিভিন্ন স্থান যেমন বিদ্যালয়, মসজিদ, ঈদগাহ, মাদ্রাসাসহ রাস্তার পাশে সবার জন্য উপকারী এমন ১০ প্রজাতির ফলজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন, “পরিবেশ বাঁচাতে হলে সবাইকে গাছ লাগাতে হবে। গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
জৈনসার জনকল্যাণ সংসদের আয়োজিত এ কর্মসূচি এলাকার সচেতন নাগরিকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব ও সামাজিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক ডা. মাহবুব আলম তুষার।