কুড়িগ্রামে যথাযথ মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে নানা আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।
এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে নটায় কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ভগিরভিটা এলাকায় জুলাই যুদ্ধে শহিদ নুর আলমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহিদ নুর আলমহ জুলাই যুদ্ধে নিহত সকল শহিদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত ডেপুটি কমিশনার বিএম কুদরত এ খুদা, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার সহকারী সেক্রেটারী শাহজালাল সবুজ, এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
এরপর সকাল ১১ টায় কুড়িগ্রাম পৌর অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের এক সম্মিলন অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক নুসরাত সুলতানার সভাপতিত্বে জেলা ও পুলিশ প্রশাসনসহ জেলার সকল পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই শহিদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত জুলাই যোদ্ধারা স্মৃতিচারণসহ বক্তব্য রাখেন।
এসময় শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা শেষে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও জেলা ও উপজেলা মডেল মসজিদে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়।