পাওনা টাকা আদায় করতে জামাইকে ঘরের মধ্যে শিকল দিয়ে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে বউয়ের বড় ভাই বিরুদ্ধে।মঙ্গলবার, ১ জুলাই বিকাল ৫ টায় এ ঘটনা ঘটেছে।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ নির্যাতনের শিকার জসিমকে উদ্ধার করেছে।নির্যাতনের শিকার জসিম(৩০) ফেনী জেলার পরশুরাম উপজেলায় তাঁর বাড়ী।জানা গেছে,সোমবার বিকাল ৩ টার দিকে জসিম করিমগঞ্জ উপজেলার গুণধর ইউনিয়নের দক্ষিণ আশতকা গ্রামে যায়। সেখানে জসিমের কাছে পাওনা ৫ লাখ টাকার জন্য তার বউয়ের ভাই উজ্জ্বল সহ পরিবারের লোকজন বাকবিতন্ডায় করে।এক পযার্য়ে লোহার শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে ঘরের কক্ষে তালাবদ্ধ করে রাখে।