শেখ হাসিনার ফেসবুক লাইভ প্রতিক্রিয়া হিসেবে শেখ মুজিব পরিবারের সকল চিহ্ন মুছে ফেলার অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভাঙতে যায় বঙ্গমাতা হলের নামফলক ও ম্যুরাল। মধ্যরাতে রাতে তারা মেয়েদের হলের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে প্রবেশ করে। বঙ্গমাতা হলের নামফলক খোলার জন্য মই নিয়ে আসে শিক্ষার্থীরা। হলের নামফলক ভাঙতে গিয়ে অসাবধানতাবশত মই থেকে পড়ে গুরুতর আহত হয় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহ্‌জালাল আহমেদ জনি। গত ৫ই ফেব্রুয়ারী বুধবার মধ্যরাতে এই ঘটে দুর্ঘটনা। জনির সমস্ত চিকিৎসার ভার বহন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং দুটি হলের নাম সাত কর্মদিবসের মাঝে পরিবর্তন করার বিষয়টি নিশ্চিত করেন। জয় বাংলা চত্বরের নাম পরিবর্তন করা হবে। —তথ্যসূত্রে রেজিস্টার দপ্তর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।