১৪ জুলাই সোমবার সকালে মটুয়া হাফেজিয়া মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মটুয়া নাগরিক ফোরামের সভাপতি প্রকৌশলী আবুল কালাম আজাদ ভুইঁয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি আবু শাহাদাত সায়েম শিপলু ও আমেরিকা প্রবাসী মোজাম্মেল হোসাইন পাটোয়ারীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সহকারী পুলিশ সুপার (ছাগলনাইয়া সার্কেল) তাসলিম হোসেন।
প্রধান বক্তা ছিলেন, সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট- সিজিডি'র নির্বাহী পরিচালক সাইদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মটুয়া হাফেজিয়া কমপ্লেক্সের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন পাটোয়ারী ও মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি আবদুল মোমিন পাটোয়ারী, হিফয বিভাগ প্রধান হাফেজ মাওলানা মোশারফ হোসেন, নুরানি বিভাগের প্রধান হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, প্রকৌশলী এনামুল হক আজিম, রাউফু রাসুলুন জ্যোতি, ছাত্রনেতা আনোয়ার হোসেন, মোঃ মহসিন প্রমুখ।
মটুয়া নাগরিক ফোরামের সার্বিক অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক বিকাশ এবং অভিভাবকদের করনীয় নিয়ে অনুষ্ঠানে বিশেষ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার বিকাশে মাদরাসার ভূমিকা অপরিসীম। অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ ও সুধীজনদের পরামর্শের মাধ্যমে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব। বক্তারা শিক্ষার মানোন্নয়নে মটুয়া নাগরিক ফোরামের কর্তৃপক্ষের নানা উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে অভিভাবকগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নের জন্য প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শেষে কৃতি শিক্ষার্থী, সাংস্কৃতিক প্রতিযোগিতা বিজয়ী ও অতিথিবৃন্দকে ক্রেস্ট ও পুরষ্কার প্রদান করা হয়।