উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে পিরোজপুর শহরের জামায়াত ইসলামীর কার্যালয় জামায়াত জেলা সেক্রেটারি জনাব অধ্যক্ষ জহিরুল হক এর সঞ্চালনায় জামায়াত জেলা নায়েবে আমির জনাব মাওলানা আব্দুর রব এর সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ রাজনীতিবিদ, মজলুম জননেতা পিরোজপুর জেলা জামাতের সংগ্রামী (সভাপতি) আমির জনাব অধ্যক্ষ আলহাজ্ব তোফাজ্জল হোসাইন ফরিদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন সরকারের কাছে আমাদের আহ্বান জুলাই বিপ্লবে আহত এবং নিহতদের সরকার যেভাবে সুচিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করেছে তেমনি ভাবে মাইলস্টোন স্কুলের নিহত এবং আহত শিক্ষার্থীদের ক্ষতিপূরণ ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে সু-চিকিৎসার জন্য আহতদের বিদেশে পাঠাতে হবে। এছাড়াও আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী পিরোজপুর জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা আব্দুর রাজ্জাক ও পৌরসভার আমির জনাব ইসহাক আলী খান।