মঙ্গলবার (১৯ আগস্ট) দিবসটি উপলক্ষ্যে রাজিবপুর স্বেচ্ছাসেবক দল দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু করে। যা শেষ হয় বাজারের বিভিন্ন গলিতে পথ সভার মাধ্যমে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শোভাযাত্রার উদ্বোধন করেন কুড়িগ্রাম-৪ আসনের সম্ভব্যপ্রার্থী রাজিবপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেছুর রহমান । এতে সভাপতিত্ব করেন রাজিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন বিএসসি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল হাই সরকার, যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস, যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা, অধ্যাক্ষ মাহবুবুর রশিদ মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক রুস্তম মাহমুদ লিখন, জাসাসের আহবায়ক আকবর হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব সহ অন্যান্য অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।