ডেইলি সুনামগঞ্জ.কম'র উদ্যোগে কবি পপি ভৌমিক'র কাব্যগ্রন্থ ' দর্পণে দেখা আলোর আকুতি ' প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (২৬ জুলাই )  রাত আটটায় জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি হল রুমে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে  রওনক বখত'র সভাপতিত্বে 
বইয়ের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ পরিমল কান্তি দে। 
এসময়  সাবেক পৌর কাউন্সিলর সামিনা চৌধুরী'র সঞ্চালনায় 
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ননী ভূষণ তালুকদার, পৌর কলেজের সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাংবাদিক লতিফুর রহমান রাজু,বিশিষ্ট লেখক ও কবি পপি ভৌমিক, প্রকাশক জসিম উদ্দিন, আশরাফুল ইসলাম প্রমুখ ।