জমি সংক্রান্ত বিরোধের জেরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে দু’জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামে।

ভুক্তভোগী ফাতেমা বেগম (৪৫) বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—নিজতুলন্দর গ্রামের মৃত আব্দুল হেকিমের পুত্র আব্দুস ছামাদ (৬২) এবং তার দুই পুত্র মাকসুদ (২৬) ও নাহিম (২২)।

থানায় দায়েরকৃত অভিযোগ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, কাজী মোজাফফর আলীর পুত্র কাজী হাফিজুল ইসলামের সঙ্গে একই বাড়ির আব্দুস ছামাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি আদালতেও বিচারাধীন। অভিযোগে বলা হয়, বুধবার সকালে বিরোধপূর্ণ জমিতে বেড়া দিয়ে দখলের চেষ্টা চালায় প্রতিপক্ষ। বাধা দিলে আব্দুস ছামাদ ও তার দুই ছেলে হাফিজুল ইসলাম ও তার স্ত্রী ফাতেমা বেগমের ওপর হামলা চালায়। তারা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফাতেমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাফিজুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভিযুক্ত আব্দুস ছামাদ ঘটনার বিষয়ে বলেন, "তারা আমাদের ওপর প্রথমে হামলা করেছে। পরে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। শ্লীলতাহানির অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও সাজানো।"

স্থানীয় ইউপি সদস্য নয়ন মিয়া জানান, "বিষয়টি মীমাংসার জন্য একাধিকবার বৈঠক করেছি, কিন্তু সমাধান হয়নি। আদালতে মামলা চলমান থাকায় ধৈর্য ধরতে বলা হয়েছিল। কিন্তু আব্দুস ছামাদের ছেলেরা কিছুটা উগ্রপন্থী হওয়ায় শেষ পর্যন্ত সংঘর্ষে জড়িয়েছে, যা খুবই দুঃখজনক।"

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান জানান, "ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"