পরিবেশের বিভিন্ন দিক নিয়ে সম্পন্ন হয় চমৎকার একটা আলোচনা,এতে ওঠে এসেছে উপকারী,অপকারী ও করণীয় দিক।শিক্ষামূলক আয়োজনের পর অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। সেরা প্রতিযোগীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে, যাতে তারা বাস্তবেই সবুজের চর্চা শুরু করতে পারে।
প্রধান শিক্ষক রোকসানা আক্তার বলেন,প্রত্যেক শিক্ষার্থীর বইয়ের বাইরেও পরিবেশ বিষয়ক জ্ঞান থাকা প্রয়োজন।” আয়োজকদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। শিক্ষার্থীদের আগ্রহ ও স্বতস্ফুর্ত অংশগ্রহনে অনুমান করা যায় তারা ইতিমধ্যে পরিবেশ নিয়ে সচেতন হয়ে ওঠছে।