ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই-২৪ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সহযোগী সংগঠনসমূহের গলাচিপা উপজেলা শাখার উদ্যোগে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা হাসান মামুন এঁর নেতৃত্বে একটি সুসংগঠিত ও জাঁকজমকপূর্ণ আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১ টায় গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজয় র‌্যালি শুরু হয়ে গলাচিপা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি একই স্থানে গিয়ে শেষ করা হয়। নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বজ্রকন্ঠে স্লোগানে মুখরিত করেন জাতীয় স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন। র‌্যালিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ সর্বস্তরের নেতাকর্মীরা একত্রিত হয়ে দলীয় শৃঙ্খলা ও ঐক্যের শক্তিশালী বহিঃপ্রকাশ ঘটান।
পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, স্বৈরাচার পতনের পর নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হয়েছে। পতিত শেখ হাসিনা সরকার জনগণের সাথে ফ্যাসিষ্টের মত আচরণ করে শেখ হাসিনা এবং আওয়ামীলীগ জনগণের শত্রুতে পরিণত হয়েছে, সেই রকম আচরণ যদি আমরাও করি তাহলে তাহলে আমরা কিভাবে ফ্যাসিস্টের কবর রচনা করবো। শেখ হাসিনা সরকার যেভাবে লুটপাট চালিয়েছে সেই লুটপাটকে যদি আমরা সুযোগ দেই তাহলে কিভাবে নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও দিন কিভাবে আসবে? পতিত আওয়ামীলীগ যদি আপনার সম্পদ দখল করে থাকে তাহলে আইন ও আদালত, পুলিশ আছে। আপনারা তাদের দায়স্থ হবেন। কেউ নিজের হাতে আইন তুলে নিবেন না।
তিনি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠ ও নিরেপক্ষতার মাধ্যমে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে আমরা সকল রাজনৈতিক দল কাঁধে কাঁধ মিলিয়ে দশমিনা ও গলাচিপা তথা দেশের শান্তি সম্প্রতি রজায় রাখবো।
তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাঁদের পরিবারের পাশে এবং যারা আহত হয়েছেন তাঁদের পাশে আমরা সব সময়ই থাকবো।


নেতা-কর্মীদের দাবি, আজকের এই কর্মসূচির মাধ্যমে জনগণের দাবি ও আকাঙ্ক্ষার শক্তিশালী বার্তা সরকারকে দেওয়া হয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের অধিকার ও ভোটের মর্যাদা রক্ষায় বিএনপি রাজপথে থেকে গনতান্ত্রিকভাবে লড়াই চালিয়ে যাবে।


তারা জানান, হাসান মামুন এ জননপথের ইতিহাসে এই জনপদে বিএনপি'র সবচেয়ে জনপ্রিয় নেতা। আমরা আগামী জাতীয় নির্বাচনে হাসান মামুনকে বিজয়ী করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটি উপহার দিতে চাই।

কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সুশৃঙ্খলভাবে র‌্যালি ও সমাবেশ সম্পন্ন হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে।