সুনামগঞ্জের ছাতক উপজেলায় জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মধ্যবাজারস্থ মহাপ্রভূর আখড়ায় এক মতবিনিময় সভার মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরব্বি মহন্ত কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন মহাপ্রভূর আখড়ার অধ্যক্ষ মহর গোস্বামী, সাধারণ সম্পাদক চম্পু দত্ত, কোষাধ্যক্ষ গণেশ পোদ্দার, সদস্য সুশীল রায়, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল রায়, পৌর শাখার সাধারণ সম্পাদক ও বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলন তরফদার, ব্যবসায়ী মিশন চন্দ মিশু, সুশীল রায়সহ আরও অনেকে।
সবার পরামর্শ ও সম্মতিক্রমে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন,সভাপতি: অরুণ অধিকারী অবসরপ্রাপ্ত উপ-প্রশাসনিক কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়,সাধারণ সম্পাদক: সৌরভ রঞ্জন দাস,কোষাধ্যক্ষ: শিক্ষক সঞ্জয় কর,সাংগঠনিক সম্পাদক: ব্যবসায়ী রুনু ঘোষ,সাংস্কৃতিক সম্পাদক: ভাস্কর,সহ-সাংস্কৃতিক সম্পাদক: প্রশান্ত কুমার দাস তুষার।
সভায় বক্তারা বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ লালন করে সমাজের কল্যাণে কাজ করা প্রত্যেকের দায়িত্ব। জন্মাষ্টমীর মতো ধর্মীয় উৎসব কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি সামাজিক ঐক্য ও সংস্কৃতির ধারক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সঙ্গে সদ্ভাব রেখে মানবিক আচরণ ও ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজকে এগিয়ে নিতে হবে।