জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ভোলার দৌলতখানে জামায়াতে ইসলামী এক বিশাল গণমিছিলের আয়োজন করেছে। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 

গণমিছিলে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন । এসময় তারা জাতীয় পতাকা, দাঁড়িরপাল্লা প্রতীক, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে মিছিল করেছে।


মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা আমির  হাসান তারেক হাওলাদারের নেতৃত্বে উপজেলা অফিস থেকে গণমিছিলটি শুরু হয়ে দৌলতখান বাজার দক্ষিণ মাথা সেলিম চত্বরে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় গবেষণা বিভাগের সদস্য ও জামায়াত মনোনীত ভোলা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজলুল করিম। 
এসময় আরও উপস্থিতি ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য উপাধ্যক্ষ মাওলানা ওলিউল্লাহ কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ, উপজেলা বাইতুল মাল সম্পাদক ওলিউল্লাহ ফয়েজ, উপজেলা তারবিয়াত সম্পাদক মাওলানা জামাল উদ্দিন, পৌর আমির প্রভাষক গোলাম মাওলা সহ প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ফজলুল করিম বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। আজ দ্বিতীয় স্বাধীনতা অর্জনের এক বছর পূর্ণ হলো। অনেক রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। এদেশে আর কোনো স্বৈরাচার যেন মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাই তৎপর থাকতে হবে। এছাড়াও তিনি আরও বলেন, নির্বাচনে যারাই জয়লাভ করবে তাদেরকে আমরা মেনে নেব। তারা দেশ শাসন করবে। তবে জেনোতেনো নির্বাচন আমরা চাই না। যেই প্রশাসন ১৮, ২৪ সালে নির্বাচন করেছে ওই প্রশাসন যদি এখনো বহাল তবিয়তে থেকে নির্বাচন পরিচালনা করে তাহলে ওই নির্বাচন হাসিনা মার্কা নির্বাচন হবে। এটা আমরা চাই না।