পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৮শে জুলাই) রাতে উপজেলার ৬ নং চিকনাগোল ইউনিয়নের ঘাটেরচটি এলাকায় টহল দিচ্ছিলো জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
ওই রাত গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের টহলটিম ভারতীয় পন্যবাহী গাড়ীর তথ্য পেয়ে শুক্রবারী বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় জৈন্তাপুর মডেল থানার উপ -পরিদর্শক জাকিরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স একটি নীল রংয়ের পিকআপ (রেজি নং - সিলেট মেট্রো - ন- ১১-২৩২৯) কে সিগন্যাল দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীতে থাকা তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশের টিম একজনকে আটক করতে সক্ষম হয়।
আটক পরবর্তী সময়ে গাড়ীতে তল্লাশী চালিয়ে বিভিন্ন রংয়ের পুরাতন ৩২টি ক্যারেটের নিচে কৌশলে লুকিয়ে রাখা তিনটি চটের বস্তা উদ্ধার করে পুলিশ। পরে বস্তা খুলে ভিতর থেকে ১৫০ কেজি ভারতীয় এলাচ উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায় আটককৃত এলাচের আনুমানিক বাজারমূল্য প্রায় সাড়ে ৭ লক্ষ টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন পালিয়ে যাওয়া দুই চোরাকারবারির তথ্য সংগ্রহ করেছে পুলিশ। উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে পলাতক দুইজন সহ মোট তিনজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। আটক এক আসামিকে সোমবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।