ডামুড্যা উপজেলায় আব্দুর রাজ্জাক নার্সিং কলেজের ছাত্র/ছাত্রীরা ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারী কোর্স ডিগ্রী পাশ কোর্স করানোর দাবীতে ৫ই এপ্রিল রবিবার বেলা ১১ঘটিকায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টা ব্যাপী বিক্ষোব কর্ম সূচি পালন  করেন ,এইচ এস সি পাশের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মত ভর্তি পরিক্ষা দিয়ে নার্সিং কলেজে ভর্তি হতে হয় এখানে ৩বছরের কোর্স ,আমরা চাই ডিপ্লোমা ইন সায়েন্সএন্ড মিডওয়াইফারী কোর্স কে স্নাতকের পাশ সমমান , কিন্তু আমরা সেটা পাচ্ছি না অনেক দিনের ধরে আমরা  দাবী করে আসছি কিন্তু পূরন হচ্ছে না আমাদের দাবী। নতুন সরকার যখন এসেছে বৈষম্যে দূর হয়ে যাক আমাদের পড়াশোনার মর্যদা দেয়া হউক।