এতে উপস্থিত ছিলেন নগরফুল পাঠশালা ডিরেক্টর আয়েশা আক্তার, সি আর বি শাখার চীফ কো-অর্ডিনেটর জান্নাতুল ফারজানা মাওয়া,কো-অর্ডিনেটর প্যানেল এবং সিআরবি শাখার মালীগণ।পাঠদান শেষে প্রতি সপ্তাহের ন্যায় পি.টি. করানো হয়।পি.টি. শেষে মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য যারা নিহত হয়েছেন তাঁদের জন্য ২ মিনিট নীরবতা পালন করে শোক প্রকাশ করেন এবং যাঁরা আহত হয়েছেন, হাসপাতালের বেডে কাতরাচ্ছেন তাদের জন্য দোয়া মাহফিল আয়োজন করা হয়। শাখার মালী উক্ত দোয়ায়ে মোনাজাত পরিচালনা করেন।দোয়ায়ে মোনাজাতের শেষে উক্ত দিনের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করা হয়।