নওগাঁর মান্দা উপজেলার ভুট্টা ব্যবসায়ী মোজাম্মেল হক অভিযোগ করেছেন যে পার্শ্ববর্তী আত্রাই উপজেলার হাটুরিয়া গ্রামের ব্যবসায়ী আব্দুল লতিফ তাঁর কাছ থেকে প্রায় ৩৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধ না করার কারণে আর্থিক সংকটে পড়েছেন।


ভূক্তভোগী ব্যবসায়ী মোজাম্মেল হক জানান, দীর্ঘদিন ধরে তিনি ভুট্টা সরবরাহ করে আসছেন। নগদ ও বাঁকিতে লেনদেনের মাধ্যমে আব্দুল লতিফের কাছ থেকে পাওনা টাকাগুলো আদায়ের চেষ্টা করছেন। তবে আব্দুল লতিফ নিয়মিত টাকা পরিশোধ না করে নানা অজুহাত দিয়ে গড়িমসি করছেন। স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক সপ্তাহের মধ্যে টাকা শোধের অঙ্গীকার করলেও, তা বাস্তবায়ন হয়নি।
স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে,আজিজার রহমান, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন ও ইউপি সদস্য আলহাজ্ব আব্দুল মজিদ জানান, এসব বিষয় নিয়ে একাধিকবার গ্রামের বসতভিটায় আলোচনা হয়েছে এবং অভিযুক্ত ব্যবসায়ী পাওনা টাকা স্বীকার করেছেন। তারপরেও দেনা শোধে কোনো উদ্যোগ গ্রহণ করেননি।
ভূক্তভোগী মোজাম্মেল হক অবশেষে গন্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, যেন দ্রুত দেনা আদায়ের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন, “বৃহৎ পরিমাণের দেনা আদায়ে গড়িমসি গ্রামীণ ব্যবসায়িক পরিবেশে অনিশ্চয়তা তৈরি করে। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সঙ্কট বেড়ে যেতে পারে।”
স্থানীয় ব্যবসায়ী ও গ্রামীণ সমাজ নেতারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন যথাযথ তদন্ত করে দ্রুত সমস্যার সমাধান করবে এবং ব্যবসায়িক লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করবে।
পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় গ্রহণ করা হবে।