নিহত আব্দুল্লাহ ভাঙ্গা উপজেলার সাদিপুর গ্রামের বাসিন্দা মাসুদ মল্লিকের ছেলে। সে মজুমদার বাজার মোহাম্মাদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা ও নূরানী কিন্ডার গার্টেনের নূরানী বিভাগের ২য় শ্রেণির শিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালবেলা আব্দুল্লাহ রাস্তার পাশ দিয়ে মাদ্রাসায় যাওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইক তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ চক্রবর্তী সকাল ৮:৫০ মিনিটে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘাতক ইজিবাইকের চালক রাজু মাতুব্বর, পূর্ব শৌলডুবী গ্রামের মজিবর মাতুব্বরের ছেলে, দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বলে জানা গেছে। সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”