জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় আজ রোববার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয় মিলনায়তনে উপকারভোগীদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়েছে।

উপজেলা বিআরডিবি কার্যালয়ের উদ্যোগে এ ঋণ ও গাছের চারা বিতরণের আয়োজন করা হয়। উপজেলা বিআরডিবি কার্যালয় জানা গেছে, মহিলা উন্নয়ন কর্মসূচির তিনটি সমবায় সমিতির উপকারভোগী ২২ জন নারী সদস্যের মধ্যে ১৩ লাখ ৩৮ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। এ সময় প্রতিজনকে একটি করে ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। ঋণ ও গাছের চারা ভিতর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির জামালপুরের উপপরিচালক মোজাম্মদ হাফিজুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন সরকার। এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউল ইসলাম, হিসাবরক্ষক ইলিয়াস হোসাইন প্রমুখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন সরকার বলেন, উপকারভোগী ২২ জন নারীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে ঋণের চেক দেওয়া হয়েছে। সাথে একটি করে ঔষধি গাছের চারাও দেওয়া হয়েছে।