ভূমি সেবা সহায়তা কেন্দ্রের উদ্ভোধন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। প্রধান অতিথি ভূমি মালিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা ভূমি নামজারি করতে দালালের মাধ্যমে বেশি টাকা দিয়ে হয়রানির শিকার হয়ে থাকেন এ কারনে সরকার দালাল মুক্ত সেবা দিতে সংশ্লিষ্ট ইউনিয়ন ও পৌরসভা এলাকায় ভূমি কার্যালয়ের পাশাপাশি ডিজিটাল সেবা কেন্দ্র প্রকল্প চালু করেছে আপনারা দালাল না ধরে প্রশিক্ষিত সেবা কেন্দ্র থেকে শুধু মাত্র সরকারী ফি এর মাধ্যমে আবেদন করবেন। ভূমি খারিজ সহ অন্যান্য সেবা কাগজাদি সঠিক থাকা সাপেক্ষে ২৮ দিনের মধ্যে সেবা গ্রহন করতে পারবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সার্ভেয়ার সাইফুল ইসলাম,সান্তাহার ক ও খ ইউনিয়ন ভুমি সহকারী স্বপন কুমার মন্ডল এস এম ফরহাদ হোসেন, সান্তাহার ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান মোজাহার হোসেন পিন্টু ,ইউপি সদস্য সাইদুর রহমান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ ও বর্ণমালা ডিজিটাল সেবা কেন্দ্রের আব্দুস সবুর ও সাহাবুদ্দিন সুমন প্রমুখ।