ব্যাটালিয়নের আওতাধীন সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, বিছনাকান্দি, তামাবিল এবং দমদমিয়া বিওপি'র (বর্ডার আউট পোস্ট) সদস্যরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃত চোরাচালানি পণ্যের মধ্যে রয়েছে—ভারতীয় সানগ্লাস, গরু, অ্যালোভেরা জেল, শাড়ি, বাসমতি চাল, সুপারি, জিরা, সাবান, আদা, কিসমিস, বডি স্প্রে, শ্যাম্পু, হেয়ার অয়েল, ফেস ওয়াশ, লবণ, আইবল ক্যান্ডি, নিভিয়া সফট ক্রিম, চা-পাতা এবং নাইসিল পাউডার।
আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য ১,২০,৩৩,১৫০.০০ (এক কোটি বিশ লক্ষ তেত্রিশ হাজার একশত পঞ্চাশ) টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন,উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে এ সফল অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরো বলেন আটককৃত পণ্যের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে ।