২৯জুলাই (মঙ্গলবার) লাউজানী কমপ্লেক্সে আনুষ্ঠানিক ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৩০জুলাই বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান।
ঘোষিত ইউনিয়ন চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন,১নং গঙ্গানন্দপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সাইফুল ইসলাম,৩নং শিমুলিয়া ইউনিয়নে মাস্টার মনিরুজ্জামান,৪নং গদখালী ইউনিয়নে উপজেলা জামায়াতের সেক্রেটারি নজরুল ইসলাম খান,৫নং নাভারন ইউনিয়নে মিজানুর রহমান লালটু,৬নং ঝিকরগাছা ইউনিয়নে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলিম,৭নং নাভারন ইউনিয়নে সাবেক চেয়ারম্যান জিয়াউল হক, ৮নং নির্বাসখোলা ইউনিয়নে মাওঃ মোঃ আনারুল ইসলাম ৯নং হাজিরবাগ ইউনিয়নে অধ্যাপক শফিকুর রহমান ১০নং শংকরপুর ইউনিয়নে আলহাজ্ব নেছার আলী,১১নং বাঁকড়া ইউনিয়নে অ্যাডভোকেট হাবিব কায়সার ও ঝিকরগাছা পৌরসভা প্রার্থী উপজেলা নায়েবে আমীর ও সাবেক ভাই চেয়ারম্যান অধ্যাপক হারুন অর রশিদ।